ভ্রমণ করা তার একটি শখ। বড় হয়ে পছন্দের দেশগুলোও ঘুরতে চায় সে।
Published : 17 Aug 2023, 10:01 AM
পড়াশোনার সঙ্গে কারাতে শেখাকে সহশিক্ষা হিসেবে বেছে নিয়েছে কুড়িগ্রামের কিশোরী মিফতাহুল জান্নাত।
কারাতের কৌশল শেখা থাকলে মেয়েরা ইভটিজিংসহ নানা সমস্যা মোকাবেলা করতে পারে। এ কারণেই কারাতে শিখে নিজেকে আত্মবিশ্বাসী করতে চায় সে।
কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া জান্নাত বড় হয়ে প্রকৌশলী হতে চায়। ভ্রমণ করা তার একটি শখ। বড় হয়ে পছন্দের দেশগুলোও ঘুরতে চায় সে।
জান্নাত মনে করে, পড়াশোনার পাশাপাশি সব মেয়েকেই কারাতে শিখে রাখা প্রয়োজন। কারণ কারাতের কৌশল বিপদে মেয়েদের আত্মরক্ষা করতে সহযোগিতা করতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কুড়িগ্রাম।