'এখন স্বপ্ন দেখি আমার ছোট ভাইকে নিয়ে।'
Published : 10 Dec 2022, 05:19 PM
পড়াশোনা বন্ধ করে দোকানে কাজ করছে হৃদয় চন্দ্র নামে এক শিশু, যার স্বপ্ন ছিল বড় হয়ে মৎস্য কর্মকর্তা হওয়ার।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে একটি দর্জির দোকানে কাজ করে সে।
শীতের পোশাক সেলাই করতে করতে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলছিল হৃদয়।
সে জানায়, মহামারি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই তার বাবা অসুস্থ হয়ে পড়েন। চার সদস্যের পরিবার চালানোর জন্য দিনমজুর হিসেবে কাজ শুরু করলেও সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছিল তার মাকে। তাই বাধ্য হয়েই কাজে নেমে তাকে বাদ দিতে হয়েছে পড়াশোনা।

হৃদয় বলে, "আমি অষ্টম শ্রেণির ছাত্র। লেখাপড়াতে ভালো হইলেও এখন আর স্কুলে যাওয়া হয় না। আগের মতো করে আর পড়ালেখা করতে পারি না।"
সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়ে জানিয়ে সে বলে, "রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইতে হয়, সকাল হইতেই খাওয়া করে আবার চলে আসতে হয় কাজে। আমি কাজ করায় আমার লেখাপড়া নষ্ট হলেও ছোট ভাই ও আমার মায়ের উপর থেকে চাপ কমে গেছে।"
স্বপ্নবাজ এই শিশু আরও বলছিল, "বড় হয়ে মৎস্য কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখতাম। এখন চাইলেও আর ক্লাসের সেরা মেধা তালিকায় আমি থাকতে পারব না। এখন স্বপ্ন দেখি আমার ছোট ভাইকে নিয়ে।"
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঠাকুরগাঁও।