চতুর্থ শ্রেণির পরে তার আর স্কুলে যাওয়া হয়নি।
Published : 07 Aug 2023, 10:00 PM
ছোট্ট শিশু তামভির হোসেন ইবু। যে বয়সে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলা করার কথা সেই বয়সেই সে কাঁধে নিয়েছে সংসারের বোঝা।
কিছুদিন আগেই তার বাবা মারা গেছেন। এরপরই তাদের সংসারে নেমে এসেছে অন্ধকার। মা ও বোনের দ্বায়িত্ব নিতে সে নিজেই নেমেছে কাজে।
রিকশা চালিয়ে সংসারে অর্থের জোগান দিচ্ছে ইবু। চতুর্থ শ্রেণির পরে তার আর স্কুলে যাওয়া হয়নি।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইবু বলছিল, "ফোর পর্যন্ত পড়াশোনা করছি বরিশালে। এখন পরিবারের দ্বায়িত্ব আমিই নিয়েছি। আমার স্কুলে যেতে ইচ্ছা করে। বন্ধুরা যায় আমি যেতে পারি না। "
একদিন ‘অনেক বড়’ অফিসে চাকরি করার স্বপ্ন ইবুর।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: বাগেরহাট।