ঢাকায় গিয়েও কয়েকটি টুর্নামেন্টে অংশ নিয়েছে সে।
Published : 13 Aug 2023, 08:15 PM
গ্রামের স্কুল মাঠে ছেলেদের ফুটবল খেলা দেখে নিজেরও ফুটবল খেলার ইচ্ছে জাগে খুলনার রূপসী উপজেলার ১৭ বছরের কিশোরী শর্মি আক্তারের। এরপরেই ফুটবলের প্রশিক্ষণ নেওয়া শুরু করে সে।
প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করে শর্মি এখন উপজেলা ও জেলা দলের হয়ে ফুটবল খেলছে।
ঢাকায় গিয়েও কয়েকটি টুর্নামেন্টে অংশ নিয়েছে সে।
শর্মির ফুটবল খেলা নিয়ে পরিবারের পূর্ণ সমর্থন থাকলেও গ্রামের মানুষ দেখছে অন্য চোখে। মেয়ে হয়ে কেন ফুটবল খেলছে বা টি-শার্ট ও জিন্স পরছে তা নিয়ে গ্রামের মানুষের কটু কথা শুনতে হয় শর্মিকে।
তবে এসবে কান না দিয়ে শর্মি নিজের মত করে এগিয়ে চলছে। শর্মি ইচ্ছে নিজেকে আরও ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলা।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।