ভাষা শহীদদের স্মরণে শেরপুরে বিনামূল্যে রক্ত পরীক্ষা

এই রক্ত পরীক্ষার কর্মসূচি চলে বিকাল ৩টা পর্যন্ত।
ভাষা শহীদদের স্মরণে শেরপুরে বিনামূল্যে রক্ত পরীক্ষা

শেরপুরের শ্রীবরদী উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জনসাধারণকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে কিশোর-তরুণরা।

এর আগে ভোরে একটি প্রভাত ফেরি উপজেলার ঝগড়ার চর বাজার এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে

ঝগড়ার চর আর্দশ উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।

স্কুলের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সকলে। এরপর স্কুল প্রাঙ্গণেই শুরু হয় রক্ত পরীক্ষার কর্মসূচি।

ঝগড়ার চর বাজার রক্তদান ও মানব কল্যাণ সংস্থার উদ্যোগে এই রক্ত পরীক্ষার কর্মসূচি চলে বিকাল ৩টা পর্যন্ত। এসময় নানা বয়সী মানুষ এখানে রক্ত পরীক্ষা করতে আসেন।

আবিদ হাসান রাহাত নামে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "এমন একটি কর্মসূচি আয়োজন করার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।"

সংগঠনটির সভাপতি মাহবুব আলম হ্যালোকে বলেন, "যারা মাতৃভাষার জন্য জীবনকে উৎসর্গ করেছেন তাদের স্মৃতি স্মরণেই আমাদের এই কর্মসূচি।"

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: শেরপুর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com