পুরস্কার পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করে।
Published : 01 Jul 2025, 08:23 PM
পরীক্ষায় ভালো ফল করে গাছের চারা পুরস্কার পেল কুড়িগ্রামের একটি স্কুলের শিক্ষার্থীরা।
সোমবার ফুলবাড়ী উপজেলার ফাতেমা বেসরকারি ক্যাডেট স্কুলের মাসিক মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান সিজু।
প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণিতে তিনজন করে এই উপহার পেয়েছে।
শিক্ষার্থীরা জানায়, আগে পুরস্কার হিসেবে বই-খাতা-কলম দেওয়া হত। তবে এবার তাদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা।
পুরস্কার পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করে।
প্রতিবেদকের বয়স: ১২ বছর। জেলা: কুড়িগ্রাম।