আমাদের কাছে গণিতকে কঠিন ও দুর্বোধ্য করে না তুলে সহজ নিয়মে শেখালে আমরা আনন্দ নিয়ে শিখতে পারব।
Published : 04 Oct 2025, 01:06 PM
পরিবারের সামর্থ্য থাকার পরও অনেক শিশু মাঝপথে স্কুল থেকে ঝরে পড়ে। এর পেছনে নানা কারণ থাকতে পারে। তবে আমার মনে হয় ইংরেজি আর গণিত ভীতি এর অন্যতম কারণ।
আমি নিজেই দেখেছি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বেশিরভাগই এই দুই বিষয়ে ফেল করে। বারবার বিভিন্ন ক্লাসে ফেল করায় নিম্নআয়ের পরিবারের অভিভাবকরাও হয়ত ধরে নেয়, তার সন্তানটি পড়াশোনায় ভালো নয়। তাই সন্তানকে স্কুলে না পাঠিয়ে কাজে পাঠানোকেই যুক্তিযুক্ত মনে করে।
মাঝপথে পড়াশোনা ছেড়ে বিভিন্ন কাজে যোগ দেওয়া কয়েকজন শিশুর সঙ্গে আমার কথা হয়েছে। তারাও বলেছে, ইংরেজি আর গণিত ঠিকমতো বুঝতে না পারায় তাদের পড়াশোনার প্রতি অনীহা তৈরি হয়।
আমার মনে হয়, এর দায় কেবল শিক্ষার্থীর নয়, শিক্ষকেরও আছে। অনেক শিক্ষক এই দুইটি বিষয় শুরু থেকে সহজভাবে বোঝান না। শুধু বই শেষ করার দিকে মনোযোগ দেন।
এদিকে শিক্ষার্থীরাও অনেকে নিয়মিত পড়াশোনা করে না।গণিত আর ইংরেজিকে ভয় পেয়ে এড়িয়ে চলে। এভাবে ভয় আর হতাশা জমতে জমতে একসময় অনেকেই স্কুল ছেড়ে দেয়।
আমি মনে করি ছোট ক্লাস থেকেই গণিত ও ইংরেজি ভীতি দূর করতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমাদের কাছে গণিতকে কঠিন ও দুর্বোধ্য করে না তুলে সহজ নিয়মে শেখালে আমরা আনন্দ নিয়ে শিখতে পারব। শিক্ষকরা ধৈর্য ধরে বোঝালে এবং শিক্ষার্থীরা প্রতিদিন সময় নিয়ে অনুশীলন করলে ভয় কেটে যাবে।
আমার বিশ্বাস, সবাই মিলে চেষ্টা করলে গণিত আর ইংরেজি আর কঠিন মনে হবে না।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।