এ বছর জেলায় ৭৯৯টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।
Published : 28 Sep 2025, 09:51 PM
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে রোববার শুরু হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
নওগাঁর বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, দুর্গোৎসব ঘিরে নানা আয়োজন করা হয়েছে। সেগুলোতে সাজ সাজ রব বিরাজ করছে।
জেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর জেলায় ৭৯৯টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।
সাধারণত ষষ্ঠীর দিন ‘দুর্গা মায়ের’ মুখ উন্মোচিত করা হয়, এ সময় লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে নিয়ে দেবী দুর্গা মণ্ডপে অধিষ্ঠিত হন।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দশভূজা দেবী দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ধরায় আসেন। সন্তানদের নিয়ে কয়েকটি দিন পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।