এই অনুষ্ঠানে তুলে ধরা হয় ৩নং ওয়ার্ডকে কীভাবে বাল্যবিয়ে মুক্ত করা সম্ভব হয়েছে।
Published : 27 Sep 2025, 09:29 PM
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩নং ওয়ার্ডকে বাল্যবিয়ে মুক্ত বলে ঘোষণা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন।
জানা যায়, মিরপুর ১১ নম্বরের জল্লাদখানা, মিল্কভিটা, ওয়াপদা এবং এভিনিউ ফাইভ এলাকা মিলিয়ে ৩নং ওয়ার্ড গঠিত।
বৃহস্পতিবার পল্লবীর মটস ইনস্টিটিউট অব টেকনোলজির সভাকক্ষে 'বাল্যবিয়ে মুক্ত ঘোষণা' শীর্ষক আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এতে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশনের 'মিরপুর এপি, আরবান প্রোগ্রাম'।
এই অনুষ্ঠানে তুলে ধরা হয় ৩নং ওয়ার্ডকে কীভাবে বাল্যবিয়ে মুক্ত করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শারমিন।
এছাড়াও উন্নয়ন সংস্থাটির পক্ষ থেকে তাদের অ্যাডভোকেসি অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর ফেরদৌসী আলম উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।