পরিবারে মা নেই। শুধুমাত্র বাবা তাকে খেলার জন্য কিছুটা সমর্থন দেয় বলে জানায় সে।
Published : 13 Aug 2023, 09:44 PM
পরিবারের পূর্ণ সমর্থন না পেয়েও নিজের ইচ্ছায় ফুটবল খেলছে খুলনার বটিয়াঘাটার কিশোরী তান্নি ঢালি।
পরিবারে মা নেই। শুধুমাত্র বাবা তাকে খেলার জন্য কিছুটা সমর্থন দেয় বলে জানায় সে।
সমাজের মানুষও তান্নির ফুটবল খেলাকে ভালো চোখে দেখে না। তবুও নিজের ইচ্ছার জোরে ফুটবল খেলছে একাদশ শ্রেণির এই শিক্ষার্থী।
তান্নি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা তার।
তান্নির প্রিয় খেলোয়াড় ব্রাজিলের ফুটবল তারকা নেইমার ও বাংলাদেশের নারী ফুটবলার সাবিনা খাতুন।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।