তিনি হ্যালোকে বলেন, “এ বছর নওগাঁ সদরে ৭১৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে।”
Published : 07 Apr 2025, 08:51 PM
নওগাঁয় গমের ভালো ফলন পেয়ে খুশি সদর উপজেলার কৃষক।
অনুকূল আবহাওয়ার কারণে এরইমধ্যে অনেকেই গম কেটে ঘরে তুলতে শুরু করেছেন।
মো. লোকমান হোসেন নামে এক কৃষক হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিলেন, “এ বছর পাঁচ শতক জমিতে বারি-৩৩ জাতের গম চাষ করেছি। ফলন ভালো হয়েছে। লাভও বেশি হবে বলে আশা করছি।”
মো. সিয়াম আলী নামে এক কৃষক বলেন, “গত বছরের তুলনায় এবার গম চাষ ভালো হয়েছে। এ বছর গমে কোনো রোগ ছিল না।”
গমের চাষ নিয়ে সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. ফিরোজুল ইসলামের সঙ্গে কথা হয়।
তিনি হ্যালোকে বলেন, “এ বছর নওগাঁ সদরে ৭১৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। এরমধ্যে বেশিরভাগ গম ঘরে তোলা হয়েছে।”
তিনি আরও বলেন, “চাষের লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ শতাংশ পূরণ হয়েছে। ভালো ফলন ও বাজার মূল্যের কারণে আগামীতে গম চাষ আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।”
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নওগাঁ।