বৃক্ষ মেলায় আরিয়ানকে দেখা যায় মেলায় ঘুরে ঘুরে আমড়া মাখা বিক্রি করতে।
Published : 31 Jul 2023, 09:15 PM
ছোট্ট শিশু আরিয়ান। বাগেরহাটে মায়ের সঙ্গে থাকে সে। যে বয়সে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার কথা, তখন তাকে কাজে নামতে হয়েছে।
বাগেরহাটের বৃক্ষ মেলায় আরিয়ানকে দেখা যায় মেলায় ঘুরে ঘুরে আমড়া মাখা বিক্রি করতে।
কথা বলে জানা যায়, আমড়া বিক্রির টাকা দিয়ে মেলা থেকে আঙুর গাছ কিনে নিয়ে যাবে সে।
আরিয়ান হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "আজ আমড়া কিনে নিয়ে এসেছি। অন্যদিন মানুষেরটা বিক্রি করি। বাসায় আম্মু আছে। মেলায় গাছের অনেক দাম। কিনতে চাই আঙ্গুর ফল গাছ। বাড়ি নিয়ে লাগাব।"
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: বাগেরহাট।