নদী ভাঙনের কবলে পড়ায় স্কুলটি অন্যত্র স্থানান্তরের কাজ চলছে।
Published : 31 May 2025, 05:06 PM
জোয়ারের পানিতে প্রায়ই তলিয়ে যায় পটুয়াখালীর বাউফল উপজেলার ৭১নং নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় অস্বাভাবিক জোয়ার ও তীব্র স্রোতের কারণে আবারও তলিয়েছে স্কুলটি।
শুক্রবার বিকেলে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নে গিয়ে দেখা যায়, স্কুলের আঙিনায় থই থই করছে জোয়ারের পানি।
স্থানীয়রা জানান, প্রায়ই জোয়ারের পানি উঠে আসে স্কুলে। কখনো কখনো শ্রেণিকক্ষেও পানি ঢুকে পড়ে। এসময় বন্ধ থাকে পাঠদান।
এ প্রসঙ্গে স্কুলের প্রাক-প্রাথমিক শ্রেণির এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিল, “পানি উঠলে আমার আসতে কষ্ট হয়, আমাগো সবারই কষ্ট হয়।”
পানি উঠলে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয় জানিয়ে এক অভিভাবক বলেন, “পোলাপান স্কুলে আসতে পারে না, আসলেও একদিন আইলে তিন দিন আইতে পারে না।”
নদী ভাঙনের কবলে পড়ায় স্কুলটি অন্যত্র স্থানান্তরের কাজ চলছে। তবে এখনো নতুন ভবন নির্মাণের কাজ শেষ হয়নি।
জোয়ারে প্লাবিত হওয়ার পর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু শুক্রবার অনানুষ্ঠানিকভাবে স্কুলটি পরিদর্শন করেছেন।
এসময় তিনি হ্যালোকে বলেন, "উপজেলা প্রশাসন গত দুদিন ধরেই নিমদীর খবর রাখছে। বন্যায় প্লাবিত বিদ্যালয়টির জন্য একটি নতুন ভবন নিরাপদ স্থানে নির্মাণ করা হচ্ছে। আশা করি এতে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে।"
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: পটুয়াখালী।