প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
Published : 16 Aug 2023, 07:51 PM
সিরাজগঞ্জের তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷
এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকরা বঙ্গবন্ধুর জীবন ও তার আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন৷
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সিরাজগঞ্জ।