তিনি ৩৬ বছর ধরে প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করেছেন।
Published : 23 Aug 2025, 08:45 PM
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক স্কুল শিক্ষকের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল জলিল সরকারকে সংবর্ধনা জানানো হয়।
তিনি ৩৬ বছর ধরে প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করেছেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলি খন্দকার।
এছাড়াও অন্যদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষককে ফুলের মালাসহ নানা উপহার দেয়।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: কুড়িগ্রাম।