বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয় শাহবাগ ইউনাইটেড একাডেমি বিদ্যালয়।
Published : 09 Sep 2025, 08:14 PM
নড়াইলের কালিয়া উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা মেলার অংশ হিসেবে সোমবার নিজেদের সম্মেলন কক্ষে এসব প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। যেখানে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয় শাহবাগ ইউনাইটেড একাডেমি বিদ্যালয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান।
এ সময় অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শারাফাত হোসেন ও উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নড়াইল।