১ ও ২ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ‘লিমিটলেস ওয়ার্ল্ড সামিট’ শীর্ষক অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।
Published : 21 Apr 2025, 09:03 PM
যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের ‘ডায়মন্ড চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশি দুই কিশোর সাফি বিন সুলতান ও সাবিক বিন সুলতানের উদ্ভাবন।
সাফি ও সাবিকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ‘ব্লুশেল্ড ফিল্টার’ নামে একটি পানি পরিশোধন প্রযুক্তি উদ্ভাবন করে, যা প্রতিযোগিতায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে। এজন্য তাদেরকে বিভিন্ন দেশের হাজারের বেশি দলকে পেছনে ফেলতে হয়েছে।
ডায়মন্ড চ্যালেঞ্জের ওয়েবসাইট থেকে জানা যায়, ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের ‘হর্ন এন্ট্রাপ্রেনিউরশিপ সেন্টার’ এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবার ১ ও ২ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ‘লিমিটলেস ওয়ার্ল্ড সামিট’ শীর্ষক অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাফি বলছিল, “ডায়মন্ড চ্যালেঞ্জে আমাদের যাত্রা শুরু হয় ১৪ সেপ্টেম্বর ২০২৪। আমরা তিনটি রাউন্ড পার করে ফাইনালে উঠি। তৃতীয় রাউন্ডে অনলাইনে বিচারকদের সামনে প্রজেক্ট উপস্থাপন করতে হয়।”
নিজেদের উদ্ভাবন নিয়ে সাবিক বলে, “আমাদের বানানো এই ফিল্টারের মাধ্যমে পানি গ্রহণের সময় তা মনিটরিং করা যাবে। বিশুদ্ধ পানির পাশাপাশি পানির মান কতটুকু তা-ও জানা যাবে।”
সাফি বর্তমানে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার ছোট ভাই সাবিক সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।