দাম্পত্য কলহের জেরে একসময় তাদের পরিবারটি ভেঙে যায়।
Published : 19 Apr 2025, 09:03 PM
পরিবারের মায়া-মমতা আর বন্ধন ছাড়া শৈশব কাটছে সিফাত নামে নওগাঁর এক শিশুর। জীবিকার তাগিদে সে একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করে।
১১ বছর বয়সী সিফাত দূর সম্পর্কের এক নানির সঙ্গে জেলা শহরে থাকে।
কথা বলে জানা যায়, তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে অনেক আগেই। এরপর থেকে কেউ আর তার খোঁজ রাখে না।
সে জানায়, তার বাবা ভাজাপোড়া বিক্রি করে সংসার চালাতেন, আর মা ছিলেন গৃহিণী। দাম্পত্য কলহের জেরে একসময় তাদের পরিবারটি ভেঙে যায়।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সিফাত বলছিল, “আমি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়েছি। এখন লেখাপড়া করি না। স্টিলের একটা ওয়ার্কশপে কাজ করি।”
নিজের আয় নিয়ে সে বলে, “ওয়ার্কশপ থেকে সপ্তাহে ৫০০ টাকা পাই। এই টাকার কিছু অংশ যেই নানির সঙ্গে থাকি তাকে দেই। আর বাকিটা দিয়ে আমার হাত খরচ চলে।”
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।