এই স্মৃতি আমি কখনো ভুলব না।
Published : 15 Jun 2023, 09:41 PM
এসএসসি পরীক্ষার শেষের দিন আমার বন্ধু হানিফ বলল, চল কোথাও ঘুরতে যাই। সব বন্ধু মিলেই তার কথাকে সায় দিলাম।
আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেই জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ নৌঘাট ও যমুনা নদী দেখতে যাব। সিদ্ধান্ত নিয়ে আমরা দ্রুত রওনা হই। প্রায় ৪৫ মিনিটের মধ্যেই আমরা যমুনা নদীর তীরে পৌঁছাই।
সেখানে পৌঁছেই যে যার মতো ছবি তুলছিলাম। কেননা প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সবাইকে বিমোহিত করেছে। ধীরে ধীরে আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং চারদিকে অন্ধকার নেমে মেঘ ডাকতে শুরু করল।
শুরু হলো ঝড়। আমরা ভয় পেয়ে বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠে বসলাম। ঝড়ের মধ্যেই গাড়ি চলতে লাগল।
কিছুটা সামনে যেতেই একটি আম বাগানে আমাদের চোখ গেল। তীব্র বাতাসে গাছ থেকে আম পড়ছে। আমরা গাড়ি থেকে নেমে আম কুড়াতে শুরু করি।
এক মুহূর্তের জন্য শৈশবের আম কুড়ানোর স্মৃতি মনে পড়ে গেল। ঝড়ের জন্যই শৈশবের আনন্দ যেন আবার ফিরে পেলাম। এই আম কুড়ানোর স্মৃতি আমি কখনো ভুলব না।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: শেরপুর।