কাছারি বাড়িতে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র এবং তার পায়ের ছাপ।
Published : 09 Sep 2025, 09:09 PM
অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে করছিল। কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিল না। অবশেষে খালাতো ভাই রায়হানের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য বাড়ি ঘুরে আসার সুযোগ হল।
নওগাঁর পতিসর এলাকাটি বিশ্বকবির স্মৃতির সঙ্গে জড়িত। এখানে কবির স্মৃতিবিজড়িত একটি কাছারি বাড়ি রয়েছে।
রায়হান আমার বড় ভাই। আমি ছোট বলে সে আমার কোনো কথা ফেলে না। যখন তাকে বললাম ঘুরতে যেতে চাই, সে সঙ্গে সঙ্গে রাজি হল। জিজ্ঞেস করল আমি কোথায় যেতে চাই। আমি বললাম, পতিসরের কাছারি বাড়ি যেতে চাই।
কথা শেষ হতেই আমরা বাইকে চড়ে রওনা দিলাম। দুই ভাই গল্প করতে করতে সোনালি ধানের মাঠ, নদী আর বিলের পাশ দিয়ে আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছালাম নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে।
এই বাড়িটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক রবীন্দ্র স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষিত। সাত কক্ষবিশিষ্ট এই বাড়িটি সময় নিয়ে ঘুরে দেখলাম।
প্রথমেই চোখে পড়ল সিংহদ্বার। প্রবেশপথে দাঁড়িয়ে আছে দুটি সিংহের ভাস্কর্য। পাশেই বয়ে চলেছে নাগর নদী। কথিত আছে, এখানেই কবিগুরু বসে লিখতেন এবং ভাবতেন।
কাছারি বাড়িতে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র এবং তার পায়ের ছাপ। জমিদারির কাজ পরিচালনার জন্য তিনি নিয়মিত এখানে আসতেন। কাছেই রয়েছে ঐতিহ্যবাহী দেবেন্দ্র মঞ্চ এবং একটি সুন্দর পার্ক। সেগুলোও ঘুরে দেখলাম।
সব দেখতে দেখতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হল টেরই পেলাম না। তবে পর্যটকের ভিড় কম থাকায় শান্তভাবে সবকিছু দেখতে পেরেছিলাম।
বাড়ি ফেরার সময় পথে সারি সারি তালগাছ আর রাখালদের গরু নিয়ে বাড়ি ফেরার দৃশ্য দেখে মনটা আরও ভরে গিয়েছিল।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।