অনেক মানুষ শুধু এই কারণেই শিশুশ্রমিক নিয়োগ দেয় যে, কারণ শিশুদের কম টাকায় অনেক বেশি খাটানো যায়।
Published : 14 May 2025, 05:46 PM
শিশুশ্রম শুধু শৈশব কেড়ে নেয় না, এটি গোটা জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়।
যে বয়সে শিশুর স্কুলে যাওয়া, খেলা করা ও নতুন কিছু শেখার কথা, সেই বয়সে তাকে কলকারখানা, ইটভাটা বা গার্মেন্টসে কাজ করতে দেখা যায়। অনেক শিশুকে দেখি পুরো পরিবারের দায়িত্বই সে বহন করছে।
এটি শুধু শিশুদের শিক্ষা ও স্বপ্ন নষ্ট করছে না, তাদের শারীরিক ও মানসিক বিকাশকেও ক্ষতিগ্রস্ত করছে। ঘোলাটে করে রাখছে শিশুর রঙিন দুনিয়াকে।
কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, 'বলা ভারি শক্ত সবচেয়ে ভালো খেতে গরীবের রক্ত।' এই কথাটি শিশুশ্রম দেখলে আরও বাস্তব মনে হয়।
অনেক মানুষ শুধু এই কারণেই শিশুশ্রমিক নিয়োগ দেয় যে, কারণ শিশুদের কম টাকায় অনেক বেশি খাটানো যায়। শিশুরা প্রতিবাদ করতে পারে না, তাদের ইচ্ছামত পরিচালনা করা যায়।
তারা শিশুদের কষ্টের শ্রম দিয়ে নিজেরা আর্থিক লাভ করছে, অথচ তারা ভাবছে না এই শিশুটিও একদিন দেশের ভবিষ্যৎ হতে পারত।
শিশুশ্রম বন্ধ করতে হলে প্রথমে মা-বাবাদের সচেতন হতে হবে। অনেক সময় অভাবের কারণে শিশুরা কাজে যেতে বাধ্য হয়। তাই অভিভাবকদের বোঝাতে হবে, শিশুর শৈশবের থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।
সরকারেরও কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। কলকারখানা ও ইটভাটায় শিশু নিয়োগ পুরোপুরি বন্ধ করা, শতভাগ শিশু শিক্ষা নিশ্চিত করা, পথশিশু ও দরিদ্র শিশুদের জন্য বিশেষ সহায়তা চালু করা এবং মালিকদের সচেতন করার মত পদক্ষেপগুলো নিতে হবে।
শিশুশ্রম কোনো ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়, এটি গোটা সমাজের সমস্যা। তাই সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব আছে এই সমস্যার সমাধানে এগিয়ে আসার।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নড়াইল।