বন্ধুরা একসঙ্গে হলে প্রায়ই সেই দিনের গল্প উঠে আসে।
Published : 21 Jun 2025, 09:43 PM
বছর দুই আগে এক বর্ষার দিনে বন্ধুরা মিলে বনভোজনের পরিকল্পনা করি। সবাই মিলে ঠিক করলাম রান্নাও নিজেরাই করব।
প্রথমে ইউটিউবে রেসিপি তৈরি করা দেখে প্রয়োজনীয় রসদের তালিকা করে ফেলি। তারপর বাজার থেকে চাল, ডাল, মসলা আর ডিম কিনে চলে গেলাম গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদের পাড়ে। খোলামেলা পরিবেশ মুহূর্তেই মন ভালো করে দিয়েছিল।
রান্না শুরু করলাম খুব উৎসাহ নিয়ে। চাল-ডাল ধুয়ে, পেঁয়াজ-মরিচ কেটে, মসলা মিশিয়ে দিয়ে দিলাম হাঁড়িতে। সবাই যার যার মত কাজ করছিল, একেকজনের কাঁধে ছিল একেক দায়িত্ব।
শুরুতে সব ঠিকঠাক থাকলেও রান্নার মাঝামাঝি সময়ে হঠাৎ যেন আকাশের মন খারাপ হয়ে গেল। ঘন কালো মেঘ এসে ঢেকে ফেলল। বাতাসও জোরে বইতে লাগল।
রান্না হচ্ছিল খোলা মাঠে, তাই বারবার আগুন নিভে যাচ্ছিল। কেউ আগুন রক্ষায় ব্যস্ত, কেউ কাঠ জোগাড় করতে ছুটছিল। তবুও আমরা হাল ছাড়িনি।
এরপর অনেক কষ্টে রান্না শেষ হল। আর ঠিক তখনই বৃষ্টি নামল। আমরা ছাতা এনেছিলাম ঠিকই কিন্তু সেই বৃষ্টির সামনে ছাতা একদম অসহায়। সবাই ভিজে গেলাম একসঙ্গে, খাবারও খানিকটা ভিজে গিয়েছিল।
খিচুড়ি আর ডিমভাজা খেতে বসে আমাদের মনে হয়েছিল এটাই বোধহয় জীবনের সবচেয়ে মজার খাওয়াগুলোর একটি। খাবারের স্বাদ হয়ত একদম সেরা ছিল না, কিন্তু মজার অভিজ্ঞতারও কোনো কমতি ছিল না।
সেই দিনটির কথা এখনো স্পষ্ট মনে আছে। বন্ধুরা একসঙ্গে হলে প্রায়ই সেই দিনের গল্প উঠে আসে। কে কেমন রান্না করেছিল, কে কেমন ভিজেছিল, এসব বলতে গিয়ে যেন হাসি আর থামে না।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ময়মনসিংহ।