‘শব্দ লিখে যা বোঝাতে পারি না, সেখানে একটি ছবি দিয়ে অনেক কথা জানিয়ে দেওয়া সম্ভব।’
Published : 19 Aug 2025, 09:24 PM
আমি ছবি তুলতে খুবই পছন্দ করি। যেখানেই যাই না কেন, সুন্দর প্রকৃতি চোখে পড়লেই তা ক্যামেরায় বন্দি করি।
আমার এই যাত্রা শুরু হয়েছিল প্রায় পাঁচ-ছয় বছর আগে। তখন থেকেই আমার মনে হত, মানুষ কোনো ভ্রমণে গেলে শুধু নিজের ছবিই তোলে, অথচ আশেপাশের প্রকৃতির অপরূপ দৃশ্যগুলো খুব কমই তুলে ধরে।
সেখান থেকেই আমার মনে এক ধরনের তাগিদ তৈরি হয় যে, আমি প্রকৃতির ছবি তুলব, প্রকৃতির সৌন্দর্যকে সবার কাছে পৌঁছে দেব।
সবুজ প্রকৃতি, ফুল, পাখি, গাছপালা কিংবা নদীর দৃশ্য ধারণ করাই আমার সবচেয়ে প্রিয় বিষয়। এসব ছবি তোলার সময় আমি যেন প্রকৃতির ভেতর হারিয়ে যাই।
ক্যামেরার ‘ভিউফাইন্ডারে’ চোখ রাখলেই আমি প্রকৃতিকে সবচেয়ে কাছ থেকে অনুভব করি। মনে হয়, প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য নিয়ে আমাকে ছুঁয়ে যায়।
ছবিতে আমি তুলে ধরতে চাই গ্রাম থেকে শহরের প্রকৃতির বৈচিত্র্য, নদীর আসল সৌন্দর্য আর গাছপালার অনাবিল রূপ। আলোকচিত্র আমার কাছে শুধু শখ নয়, বরং এক গভীর ভালোবাসার প্রকাশ।
আমি মনে করি, শব্দ লিখে যা বোঝাতে পারি না, সেখানে একটি ছবি দিয়ে অনেক কথা জানিয়ে দেওয়া সম্ভব। ভবিষ্যতে আমি একজন পেশাদার ফটোগ্রাফার হতে চাই। আমার স্বপ্ন, পৃথিবীর সবখানে ঘুরে প্রকৃতির ছবি তোলা, মানুষের ছবি তোলা, আর নানা বৈচিত্র্যময় সংস্কৃতিকে লেন্সে ধারণ করা।
হয়ত আমি সবসময় কথায় প্রকাশ করতে পারি না প্রকৃতির প্রতি আমার ভালোবাসা, কিন্তু আমার ছবিগুলোই বলে দেয় আমি প্রকৃতিকে কতটা ভালোবাসি।
প্রকৃতির প্রতি এই টানই আমাকে সামনে এগিয়ে নিয়ে যায়। আমি বিশ্বাস করি, আলোকচিত্রের মাধ্যমে মানুষকে প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।