জমি না থাকলে ধান, গম, শাকসবজি কিছুই ফলানো যাবে না। দেশের মানুষের খাবারের জোগান কীভাবে হবে?
Published : 30 Jul 2025, 07:09 PM
বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। আমাদের গ্রামের মানুষ বছরের পর বছর ধরে ধান, গম, শাকসবজি, পাটসহ নানা ফসল চাষ করে আসছে।
এই জমিগুলোই আমাদের দেশের খাদ্যের মূল উৎস। তবে, দুঃখজনকভাবে এখন এই চাষের জমিতে ধান গজানোর বদলে ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে পাকা দালান। একের পর এক ঘরবাড়ি, মার্কেট, ফ্যাক্টরি তৈরি হচ্ছে উর্বর চাষের জমিতে।
মানুষের সংখ্যা বাড়ছে, যার কারণে বাড়ির প্রয়োজনীয়তা বেড়েছে। অনেকেই শহরের পাশে বা বড় রাস্তার পাশে ঘরবাড়ি বানাতে চাইছে, যার ফলে জমির দাম বেড়ে যাচ্ছে।
ফলে কৃষকেরা চাষ করে যেটুকু আয় করে, তার চেয়ে অনেক বেশি টাকা জমি বিক্রি করে পায়। তাই অনেকে চাষের প্রতি আগ্রহ হারিয়ে জমি বিক্রি করে দিচ্ছে, আবার কেউ কেউ শহুরে জীবনযাত্রার স্বপ্ন দেখে নিজের জমি বেচে শহরমুখী হচ্ছে। এভাবে, একে একে দেশের মূল্যবান কৃষিজমি হারিয়ে যাচ্ছে।
এখানে সবচেয়ে বড় বিপদ হচ্ছে খাদ্য উৎপাদনে। জমি না থাকলে ধান, গম, শাকসবজি কিছুই ফলানো যাবে না। দেশের মানুষের খাবারের জোগান কীভাবে হবে?
তখন বাধ্য হয়ে বিদেশ থেকে খাবার কিনে আনতে হবে, যার ফলে খরচ বাড়বে। চাল, ডাল, তেল, পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে। সাধারণ মানুষ খেতে কষ্ট পাবে। এমনকি, ভবিষ্যতে দেশে খাদ্যসংকট দেখা দিতে পারে মনে করি।
এছাড়া, এভাবে জমি ধ্বংস হলে পরিবেশেরও অনেক ক্ষতি হয়। গাছপালা কেটে, মাঠ ভরাট করে যখন ঘরবাড়ি বানানো হয় তখন প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যায়।
এই সমস্যা থেকে বাঁচতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকারকে কঠোরভাবে দেখতে হবে যাতে চাষের জমি কেউ বাড়ি বা ফ্যাক্টরি করার জন্য ব্যবহার না করে।
আলাদা আবাসিক এলাকা গড়ে তোলা দরকার, যেখানে মানুষ ঘর বানাতে পারবে। আমাদের কৃষকদের চাষাবাদে উৎসাহ দিতে হবে এবং তাদের বোঝাতে হবে যেন তারা জমি বেচে না দিয়ে ফসল ফলাতে আগ্রহী হয়।
চাষের জমি মানেই আমাদের খাবার, আমাদের জীবন। যদি এখনই আমরা সচেতন না হই, তাহলে একসময় ঘরবাড়ি থাকবে, কিন্তু থালায় খাবার থাকবে না। তাই এখনই সময় ভাবার, জমি বিক্রি নয়, রক্ষা করতে হবে আমাদের ভবিষ্যতের জন্য।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: রংপুর।