আমার বড় হওয়ার পুরো সময়টুকু আমার মায়ের কাছে।
Published : 11 May 2025, 05:59 PM
আমার কাছে মা মানে যা, তা পুরোপুরি বলে বোঝানো যাবে না। তিনি আমার বাবা এবং মা, দুটোই।
আমি খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি। এরপর থেকে মা-ই আমার সব। মা ছাড়া আমি এই পৃথিবীতে অস্তিত্বহীন। যতক্ষণ মা কাছে থাকে, ততক্ষণ আমার মধ্যে এক অদ্ভুত শান্তি বোধ হয়।
আমার মা অনেক ব্যস্ত মানুষ। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় কর্মরত। ছোটবেলায়, যখন ঘড়ির কাঁটায় দুপুর ১টা আর বিকেল ৫টা বাজত, তখন আমি সবচেয়ে বেশি খুশি হতাম। কারণ, এই সময়েই আম্মু অফিস থেকে বাসায় ফিরতেন। আমি সারাদিন অপেক্ষা করতাম কখন আম্মু বাসায় ফিরবে।
যখন আমি অসুস্থ হতাম, তখন সারারাত আম্মু আমার পাশে বসে থাকতেন। আমি অসুস্থ হলেও কষ্ট যেন সে পেত আমার থেকেও বেশি।
আমার বড় হওয়ার পুরো সময়টুকু আমার মায়ের কাছে। আমি যে এত ছোট বয়সে বাবাকে হারিয়েও খুব কম সময় বাবার অভাব অনুভব করেছি। আমার মা সর্বক্ষণ তার সবটুকু দিয়ে আমাকে আগলে রেখেছেন।
আমি সবসময় মায়ের কড়া শাসনের মধ্যে থাকি। তবে, তার শাসনের মাঝেও স্নেহ লুকিয়ে থাকে। ছোটবেলায় যখন আমি কোনো অন্যায় করতাম, আম্মু আমাকে শাস্তি দিলে পরে তিনি আমার থেকেও বেশি কষ্ট পেতেন।
আমার মা আসলেই সুপার উইম্যান। তিনি একাই আমাকে এত বড় করেছেন। তিনি নিজের কাজ এবং বাসা, দুটোই সমান তালে চালিয়ে নেন। আমি তাকে দেখে অনুপ্রাণিত হই।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: চাঁপাইনবাবগঞ্জ।