‘কিন্তু কারা গুলি করল? কেন গুলি করল? এতগুলো শিশুর প্রাণ কেন গেল?’
Published : 05 Aug 2025, 10:05 PM
কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে আন্দোলনে নামে ছাত্ররা। এক পর্যায়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তবে সেই সময়ের সবচেয়ে মর্মান্তিক অধ্যায় ছিল অনেক মানুষ হতাহত হওয়ার পাশাপাশি শিশুদের মৃত্যুর ঘটনা।
ইউনিসেফের তথ্যমতে, আন্দোলন দমনের সময় অন্তত ৬৫ জন শিশু প্রাণ হারিয়েছে। এই তথ্যই আমাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে।
বিভিন্ন সংবাদমাধ্যম থেকে আরও জেনেছি, কারও শরীরে ছিল গুলির ক্ষত, কেউ পুড়ে মারা গেছে আগুনে। এমনকি চার বছর বয়সী শিশুও আক্রান্ত হয়েছে। কেউ কেউ তো বাড়িতে থেকেই প্রাণ হারিয়েছে।
কিন্তু কারা গুলি করল? কেন গুলি করল? এতগুলো শিশুর প্রাণ কেন গেল? যে শিশুটি আন্দোলনে অংশই নেয়নি তার কি কোনো দোষ ছিল?
এই ঘটনা আমাকে মনে করিয়ে দেয় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ফিলিস্তিন বা রোহিঙ্গা শিশুদের অসহায় বাস্তবতাকে। অথচ এসব ভয়াবহতা এবার আমার নিজ দেশেই ঘটল, আমাদেরই শিশুদের সঙ্গে।
চলে যাওয়া সেই শিশুদের কেউ হয়ত বড় হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারত। কেউ হয়ত নতুন প্রযুক্তি উদ্ভাবন করে বিশ্বকে অবাক করত। হয়ত হারিয়ে ফেলেছি একজন ভবিষ্যৎ চিকিৎসক, শিক্ষক বা একজন প্রধানমন্ত্রীকে।
আমি চাই, প্রতিটি ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা হোক। যে-ই হোক না কেন, দোষীকে বিচারের আওতায় আনতে হবে। অপরাধী যদি শাস্তি পায়, তবে হয়ত ভবিষ্যতে কেউ আর এমন নির্মমতা ঘটানোর সাহস পাবে না।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।