‘কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। যা শুধু বই পড়ে শেখা যায় না।’
Published : 04 Aug 2025, 09:41 PM
নিজের সময়, মেধা আর শ্রম দিয়ে মানুষের পাশে দাঁড়ানোই হল স্বেচ্ছাসেবা। স্বেচ্ছাসেবীদের কেউ অসহায়দের সাহায্য করে, কেউ পরিবেশ রক্ষায় কাজ করে কেউ আবার নির্যাতিত মানুষের জন্য আওয়াজ তোলে।
আমি কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। এসব সংগঠনের সদস্য হিসেবে আমি নানা সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছি। কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। যা শুধু বই পড়ে শেখা যায় না।
যখন আমি কাছ থেকে কারও কষ্ট দেখি, তখন বুঝতে পারি সমাজের সবাই এক রকম সুযোগ পায় না। তখন আমার ভেতর মানবিকতাবোধ কাজ করে, অন্যের কষ্ট অনুভব করতে পারি।
এই কাজ করতে গিয়ে সময় ব্যবহারের গুরুত্ব বুঝেছি। পড়াশোনা, পরিবার, স্কুল সব কিছু সামলে সময় বের করে কাজ করতে হয়। এতে আমার সময় ব্যবস্থাপনার অভ্যাস তৈরি হয়েছে।
স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের সবসময় দলবদ্ধভাবে কাজ করতে হয়, সবাই মিলে পরিকল্পনা করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়, অন্যদের মতামত শুনতে হয়। এভাবে আমার ভেতর দলগত কাজের অভ্যাস তৈরি হয়েছে।
এছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে গিয়ে আমি শিখেছি কীভাবে কিছু আয়োজন করতে হয়, কীভাবে দায়িত্ব ভাগ করে নিতে হয় এবং কীভাবে সমস্যার সমাধান খুঁজে বের করতে হয়। এসব শেখা ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজনীয় বলে আমি মনে করি।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: রংপুর।