সড়ক দুর্ঘটনায় মানুষ যে নিহত হচ্ছে তাই না, অনেকে সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যায়।
Published : 17 Apr 2025, 09:21 PM
সড়কে নিরাপদে চলাচল করতে আমরা সবাই চাই৷ কিন্তু এই সামান্য চাওয়াটুকুও পূরণ হয় না।
প্রতিদিনই টেলিভিশন কিংবা পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে সড়ক দুর্ঘটনার মর্মান্তিক সব খবর। প্রতিদিনই সড়কে ঝরে যাচ্ছে অমূল্য সব প্রাণ। এটা খুবই দুঃখজনক।
সড়কে মৃত্যুর মিছিল যেন থামছে না। সড়ক দুর্ঘটনায় মানুষ যে নিহত হচ্ছে তাই না, অনেকে সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যায়।
এই ধরনের অকাল মৃত্যু কিংবা পঙ্গুত্ব চাইলেই রোধ করা যায়। প্রতিটি মানুষের প্রাণ মহামূল্যবান। তাই আমি চাই না , সড়ক দুর্ঘটনায় আর একটি মানুষের প্রাণও ঝরে পড়ুক। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার।
আমাদের দেশে সাধারণত কয়েকটি কারণে সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। যেমন অনুপোযোগী রাস্তা, ত্রুটিপূর্ণ গাড়ি, শিশু গাড়িচালক, ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহন, ওভারটেকিং ও ট্রাফিক আইন অমান্য করা ইত্যাদি।
দুর্ঘটনা রোধে রাস্তার নিয়মিত সংস্কার করার পাশাপাশি প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করলে সড়ক দুর্ঘটনা কমে যাবে বলে আমার মনে হয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নড়াইল।