দুটি গল্পের পরিণতি ভিন্ন হলেও, দুটোতেই রবীন্দ্রনাথ সমাজকে প্রশ্নের মুখোমুখি করেছেন।
Published : 08 May 2025, 04:58 PM
বাংলা ছোটগল্পের সার্থক স্রষ্টা বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার রচিত ‘গল্পগুচ্ছ’ বইটি আমি পঞ্চম শ্রেণিতে পড়ার সময় হাতে পেয়েছি।
কবিগুরুর ছোটগল্পের এই সংকলনে মোট ৯৫টি ছোটগল্প আছে, যার প্রায় সবগুলোই ইতোমধ্যে পড়ে ফেলেছি৷ তবে এগুলোর মধ্যে মাত্র দুটি গল্প নিয়ে আজ বলতে চাই।
ছুটি ও কাবুলিওয়ালার মত ছোটদের গল্প পড়া শেষে বাবা বললেন অপরিচিতা আর হৈমন্তী—এই দুটো গল্প পড়তে।
হৈমন্তী গল্পের নায়িকার নাম হৈমন্তী। সম্ভ্রান্ত বাবার একমাত্র আদুরে মেয়ে ১৭ বছর বয়সে বিয়ে করে শ্বশুরবাড়িতে পাড়ি জমায়। সেখানে প্রথমদিকের দিনগুলো ভালো কাটলেও একপর্যায়ে শুরু হয় যৌতুকের জন্য নির্যাতন। এরপর যৌতুক প্রথার বলি হয়ে বিদায় নেয় হৈমন্তী।
অপরিচিতা গল্পটাও শুরু এই সর্বনাশা যৌতুক প্রথা দিয়েই। অপরিচিতা গল্পের নায়িকা কল্যাণীও হৈমন্তীর মতই বাবার একমাত্র আদরের সন্তান। বয়স তার ১৫, সেই যুগে এটা মেয়েদের জন্য অনেক বয়স বলেই ধরা হত।
কল্যাণীর বিয়ে ঠিক হয় অনুপম নামের এক যুবকের সঙ্গে। বরের অভিভাবক ছিলেন তার মামা। বিয়ের আসরে কনের গহনা খুলে নিয়ে যখন মামা সেকরাকে দিয়ে পরীক্ষা করাতে যায়, সেসময় মেরুদণ্ডহীন অনুপম তার মামাকে এমন হেন কাজ করতে বাধা দিতে না পারায় বিয়ে ভেঙে দেন কল্যাণীর বাবা।
যৌতুক প্রথার অমানবিকতায় কল্যাণীর বিয়ে ভেঙে গেলেও রবীন্দ্রনাথের অন্যান্য গল্পের চরিত্রের মত দমে যায় না সে৷ রবীন্দ্রনাথ তার কল্যাণীকে অন্য নায়িকাদের চেয়ে একটু বেশি যত্ন দিয়েই গড়েছিলেন।
তাই তো বিয়ে ভাঙার পর কল্যাণী ব্রত নেয় নারী শিক্ষার। বিয়ে না করে দেশের যেসব মেয়ে পুরুষতন্ত্রের বেড়াজালে বন্দি তাদেরকে সেই জাল থেকে মুক্ত করার শপথ নেয় সে৷
কল্যাণীর এই দৃঢ়চেতা রূপ আমাদের চোখে আনে নারীর জন্য সম্ভাবনার নতুন দিগন্ত। সে যেন হয়ে ওঠে এক আলোর দিশারী।
রবীন্দ্রনাথ এখানে কেবল একটি মেয়ের গল্প বলেননি, তিনি এমন এক সাহসী মেয়ের কথা বলেছেন, যে সমাজের গ্লানিকে চ্যালেঞ্জ জানিয়েছে। অপরদিকে, হৈমন্তীর করুণ পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, কীভাবে একটি নিষ্ঠুর প্রথা একটি সুন্দর জীবনকে অকালেই নিভিয়ে দেয়।
দুটি গল্পের পরিণতি ভিন্ন হলেও, দুটোতেই রবীন্দ্রনাথ সমাজকে প্রশ্নের মুখোমুখি করেছেন। হৈমন্তী যেখানে মনে ব্যথা দেয়, অপরিচিতা সেখানে আশার আলো দেখায়। আর এভাবেই রবীন্দ্রনাথ দেখিয়েছেন নারী শুধু সহনশীল নয়, সংগ্রামীও হতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।