চান্দামারী মসজিদ (ভিডিওসহ)

প্রায় সাড়ে তিনশ বছরের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কুড়িগ্রামের চান্দামারী মসজিদ। মসজিদের নির্মাণশৈলীতে রয়েছে মোঘল ও সুলতানী আমলের ছাপ।
চান্দামারী মসজিদ (ভিডিওসহ)

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মন্ডল পাড়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী চান্দামারী মসজিদ।

রাজারহাট সদর উপজেলা থেকে চান্দামারী মসজিদের দূরত্ব প্রায় চার কিলোমিটার। সাদা রঙের এই মসজিদটির কারুকার্য সুলতানি এবং মোগল স্থাপত্য শৈলীর সমন্বয়ে তৈরি বলে জানা যায়। মসজিদটিতে রয়েছে তিনটি গম্বুজ ও চারটি মিনার। এছাড়াও রয়েছে তিনটি দৃষ্টিনন্দন মেহরাব। মসজিদের সামনে নকশা করা তিনটি বড় বড় দরজা রয়েছে।

ধারণা করা হয়, চান্দামারী মসজিদ ১৫৮৪ থেকে ১৬৮০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নির্মিত হয়েছে। ৪০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের এই মসজিদটিতে প্রায় তিনশ জনের মতো মানুষ নামাজ আদায় করতে পারে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com