কারাতের প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ ছিল প্রথমার। পেয়েছে মায়ের অনুপ্রেরণাও।
Published : 11 Aug 2023, 12:05 PM
আশেপাশে ঘটা নানা ধরনের বিপদ থেকে নিজেকে রক্ষার জন্য কারাতে শিখছে খুলনার ১৪ বছরের কিশোরী প্রথমা চৌধুরী।
কারাতের প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ ছিল প্রথমার। পেয়েছে মায়ের অনুপ্রেরণাও।
সে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ছে। কারাতে শিখতে পরিবার থেকে পূর্ণ সমর্থন পাচ্ছে এবং প্রশিক্ষকদের থেকেও উৎসাহ পাচ্ছে বলে জানায় সে।
প্রথমার কারাতে শেখা নিয়ে খুশি তার প্রতিবেশি ও স্বজনরাও। তারাও বিষয়টিকে ভালোভাবে নিয়েছে বলে জানায় প্রথমা।
সবার অনুপ্রেরণা পেলেও প্রথমা বেশি কৃতজ্ঞ তার মায়ের প্রতি। কেননা তার মা-ই প্রথম তাকে কারাতে শেখার কথা বলেন।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।