স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি চলবে ১৮ কর্মদিবস।
Published : 12 Oct 2025, 10:37 PM
সারাদেশের মত নীলফামারীতেও জাতীয়ভাবে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হয়েছ। বিনামূল্যে এই টিকা পেয়ে খুশি নীলফামারীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শনিবার নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছে।
স্বাস্থ্যকর্মীরা জানান, প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলেছে এই টিকাদান কর্মসূচি।
টিকা নেওয়া শেষে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলে জয়দিব কাঞ্জিলাল নামের এক শিক্ষার্থী। “আমি ভয় পাইনি, টিকা নিলে অসুখ থেকে রক্ষা পাব” বলছিল এই শিক্ষার্থী।
রিমন ইসলাম নামের আরেক শিক্ষার্থী জানায়, “আমরা সবাই টিকা নিচ্ছি। কেউ ভয় পাচ্ছি না। টিকা নিলে অসুখ হবে না, এটাতেই সবচেয়ে বেশি ভালো লাগছে।”
একই দিন উপজেলার ডোমার বালিকা উচ্চ বিদ্যা নিকেতনেও শিক্ষার্থীদের আগ্রহের সঙ্গে টিকা নিতে দেখা যায়।
“প্রথমে টিকা নিতে ভয় লাগছিল। পরে যখন শুনলাম এই টিকা আমাদের টাইফয়েডে প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তখন দিতে সাহস পেলাম” বলছিল অষ্টম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার মিম।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি চলবে ১৮ কর্মদিবস। প্রথম ১০ কর্মদিবস বিভিন্ন বিদ্যালয়ে এবং পরের আট কর্মদিবস টিকাদান কেন্দ্রে দেওয়া হবে এই টিকা।
বিদ্যালয়ে টিকাদানের ব্যবস্থা নেওয়ায় অভিভাবকদের কষ্ট লাঘব হয়েছে বলে মনে করেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হারুন উর রশীদ। তিনি বলেন “শিশুরা স্কুলেই টিকা পাচ্ছে, এতে অভিভাবকদের ঝামেলা হচ্ছে না।
এই শিক্ষক আরও বলেন, “আমরা শিক্ষার্থীদের সচেতনতা করতেছি, কেউ যেন টিকা নিতে বাদ না যায়।”
এদিকে টিকাদানের বিষয়ে কোনো গুজবে কান না দিতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী।
হ্যালোকে এই চিকিৎসক বলেন, “এই টিকা স্বাস্থ্যের জন্য নিরাপদ ও গুরুত্বপূর্ণ। টিকা নেওয়ায় হঠাৎ অনেকেই জ্বর হতে পারে। তবে এতে ভয়ের কিছু নেই, সাধারণ জ্বরের ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে।”
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: নীলফামারী।