লেখা সংগ্রহ থেকে দেয়ালিকার সৌন্দর্য বর্ধন, সবই করেছে শিক্ষার্থীরা।
Published : 30 Oct 2023, 09:14 PM
কৈশোরের নানা গল্প দিয়ে দেয়ালিকা তৈরি করেছে কক্সবাজারের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা।
স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের ব্যবহারিক কাজের অংশ হিসেবে তারা 'কৈশোরের আনন্দ' নামের এই দেওয়ালিকা তৈরি করে।
শিক্ষার্থীদের কৈশোরকালীন নানা গল্পের পাশাপাশি কবিতা ও প্রবন্ধও জায়গা পায় এতে। কারো কারো লেখায় ওঠে আসে কৈশোরের নানা চ্যালেঞ্জিং দিনের কথাও।
লেখা সংগ্রহ থেকে দেয়ালিকার সৌন্দর্য বর্ধন, সবই করেছে শিক্ষার্থীরা। তারা জানায়, এটি তৈরি করতে সবমিলিয়ে তাদের দুই দিন সময় লেগেছে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কক্সবাজার।