এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল।
Published : 22 Jan 2025, 05:28 PM
জলবায়ু নিয়ে কাজ করা কিশোর-তরুণদের অংশগ্রহণে এর সংকট প্রসঙ্গে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে যৌথভাবে এই আয়োজন করে ইয়ুথনেট গ্লোবাল ও ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট নামের দুটি পরিবেশ বিষয়ক সংগঠন।
এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল।
এছাড়াও অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক।
অতিথিরা জলবায়ু কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়াও কপ-২৯ সম্মেলনে অংশ নেওয়া তরুণরা তাদের অভিজ্ঞতার গল্প শোনান। এর আগে তারা জলবায়ু সুবিচার নিশ্চিতের দাবিতে অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দেন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।