বড় হয়ে চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়াতে চায় দুই বোন। তবে তাদের ভাই স্বপ্ন দেখছে প্রকৌশলী হওয়ার।
Published : 07 Aug 2023, 08:31 PM
দিনাজপুরে এক সঙ্গে জন্মানো সাঁওতাল জনগোষ্ঠীর তিন ভাইবোন এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়েছে।
তারা জেলার বিরামপুর উপজেলার চণ্ডীপুর গ্রামে থাকে।
লাসার সৌরভ মুরমু, মেরী মৌমিতা মুরমু ও মার্থা জেনিভা মুরমু নামের এই তিন ভাইবোন বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। ভালো ফলাফল করতে পেরে তারা প্রত্যেকেই খুশি।
বড় হয়ে চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়াতে চায় দুই বোন। তবে তাদের ভাই স্বপ্ন দেখছে প্রকৌশলী হওয়ার।
জিপিএ পাঁচ পাওয়া সৌরভ হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিল, “মাধ্যমিকে এ প্লাস পেয়েছি। এইচএসসিতে এই ফলাফল ধরে রাখার চেষ্টা করব। প্রকৌশলী হয়ে দেশের সেবা করব, বাবা-মায়ের পরিশ্রম সার্থক করব।”
জিপিএ পাঁচ পাওয়া মৌমিতা হ্যালোকে বলে, “একটু সহযোগিতা পেলে আমরাও ভালো কিছু করতে পারব। মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারব।”
সন্তানদের সাফল্যে আনন্দিত বাবা জোহানেশ মুরমু ও মা সোহাগিনী হাঁসদা। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছেন তারা।
সোহাগিনী হ্যালোকে বলেন, “আমার কোলে একত্রে তিন ছেলে-মেয়ে আসার দিন বাড়িতেও আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। আজ তাদের ভালো রেজাল্টের খবরে বাড়িতে একই আনন্দ। আমি আমার সামান্য জ্ঞান দিয়ে আমার তিন ছেলে-মেয়েকে সাধ্যমতো পড়ানোর চেষ্টা করেছি।”
তাদের বাবা জোহানেশ হ্যালোকে বলেন, “মাঝেমধ্যে দুঃশ্চিন্তা হয় ছেলে-মেয়েদের স্বপ্ন পূরণ করতে পারব কিনা। বাড়িতে বৃদ্ধ মা আছেন। মোট ছয়জনের সংসার। স্বল্প বেতনে কোনোমতে দিন কাটছে। জেলা প্রশাসক খুশি হয়ে সহযোগিতা করেছেন। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ বহন করতে চেয়েছেন।”
তিন ভাইবোনের সাফল্যের খবরে প্রতিবেশি ও আত্মীয়-স্বজনরা দেখতে আসছেন তাদের।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: দিনাজপুর থেকে।