ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) নামের তরুণদের একটি প্ল্যাটফর্ম এই আয়োজন করে।
Published : 24 Sep 2025, 08:15 PM
নওগাঁর রাণীনগরে 'জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এই আয়োজন করে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) নামের তরুণদের একটি প্ল্যাটফর্ম।
বুধবার রাণীনগর প্রেসক্লাবের হলরুমে দিনব্যাপী এই কর্মশালায় নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতকরণ, নারীর প্রতি সহিংসতা রোধে করণীয় ও কুসংস্কার প্রতিরোধের উপায়সহ নানা বিষয়ে অধিবেশন পরিচালনা করা হয়।
এতে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
কর্মশালায় প্রশিক্ষণ দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের রাজশাহী অঞ্চলের এরিয়া কো-অর্ডিনেটর এস এম শফিকুর রহমান ও ফিল্ড কো-অর্ডিনেটর মো. হেলাল উদ্দিন।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।