পদযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা হয়।
Published : 22 Sep 2025, 07:54 PM
নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকালে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) নামের দুটি প্ল্যাটফর্ম যৌথভাবে এই আয়োজন করে।
পদযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা হয়। যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন, ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "দেশকে শান্তিময় করতে হলে সবার আগে নিজেদেরকে শান্তিময় হতে হবে। শিশুদের মানবিক গুণাবলি, সহনশীলতা ও শান্তির চেতনায় গড়ে তুলতে পারলেই প্রকৃত অর্থে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।"
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।