'বড়দিন উপলক্ষে গির্জা বাদেও ঘর-বাড়ি বিশেষ সাজে সাজানো হয়। বাড়িতে বাড়িতে বিশেষ খাবারের আয়োজন করা হয়। দিনভর শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে কাটে বড়দিন।'
Published : 26 Dec 2023, 07:25 PM
বরগুনার বেতাগী উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।
দিনটি উপলক্ষে সোমবার সকাল আটটার দিকে উপজেলার দেশান্তরকাঠী খ্রিস্টান পল্লীর গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বড়দিন উপলক্ষে গির্জা বাদেও ঘর-বাড়ি বিশেষ সাজে সাজানো হয়। বাড়িতে বাড়িতে বিশেষ খাবারের আয়োজন করা হয়। দিনভর শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে কাটে বড়দিন।
নিপু গোমেজ নামের এক ব্যক্তি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যিশুর এই আগমনী দিনটিতে বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের স্মরণ, আত্মার শান্তি এবং দেশের কল্যাণ কামনায় শুক্রবার থেকেই খ্রিস্টান পল্লীতে গির্জায় সমবেত হন ভক্তরা৷ পাশাপাশি যিশুর আশীর্বাদ ও করোনার ভয়াল থাবা থেকে বাঁচতে এই বিশেষ প্রার্থনায় অংশ নেন তারা।
বড়দিনের উৎসবকে নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে।
এ প্রসঙ্গে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান হ্যালোকে জানান, বড়দিন উৎসবের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে এবং তাদের পক্ষ থেকে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: বরগুনা।