“ঢাকায় মাঠ নাই, তাই রাস্তায় খেলতে হয়। রাস্তায় খেলাটা ঝুঁকিপূর্ণ।”
Published : 07 Oct 2025, 07:06 PM
রাজধানীতে শিশুদের জন্য খেলার মাঠের সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। নগরীর অনেক এলাকায় শিশুদের খেলাধুলার জন্য উন্মুক্ত জায়গা নেই বললেই চলে।
মধ্যবাড্ডা এলাকায় গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন শিশু সরু গলিতে ফুটবল খেলছে।
এই শিশুদের অভিযোগ, গলি বা সড়কে খেলতে গেলে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। কখনো পড়ে গিয়ে আঘাত লাগে, আবার কখনো বিড়ম্বনায় পড়ে বিরক্ত পথচারীরা গালমন্দ করেন।
এক শিশু বলছিল, “আমাদের এখানে খেলার মাঠ নেই। তাই সবাই রাস্তার ভিতরে খেলে। রাস্তায় খেলার কারণে আশপাশের মানুষ খুব বিরক্ত হয়।”
আরেকজন বলে, “আমরা একটু খেলার টাইম পেলেও মানুষের জন্য পারি না। আবার এদিক দিয়ে গাড়ি যায়। এই জায়গায় খেলা যায় না। হাত-পায়ে ব্যথা লাগে।”
আরেক শিশু বলে, “ঢাকায় মাঠ নাই, তাই রাস্তায় খেলতে হয়। রাস্তায় খেলাটা ঝুঁকিপূর্ণ।”
শিশুরা খেলতে বের হলে অভিভাবকরাও থাকেন দুঃশ্চিন্তায়। কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় কিনা, এটা তাদের তাড়া করে বেড়ায়।
অভিভাবকরা বলছেন, মাঠ না থাকায় শিশুরা ঘরবন্দি শৈশবে ঝুঁকে পড়ছে। যারা বাইরে খেলছে, তারাও নিরাপত্তাহীনতার মধ্যে বড় হচ্ছে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।