সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে ১০জনকে সেরা পাঠকের পুরস্কার দেওয়া হয়।
Published : 29 Jul 2025, 09:02 PM
দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
রাজধানীতে জাতীয় গ্রন্থকেন্দ্রের মিলনায়তন কক্ষে সোমবার দুপুরে এই অনুষ্ঠান হয়।
এর আগে সরকারি এই প্রতিষ্ঠানটি সারা দেশে তাদের নিবন্ধিত বেসরকারি গ্রন্থাগারের পাঠকদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করে। রচনার বিষয় ছিল ‘মুক্তিযুদ্ধের আড়ালের নায়ক: তাজউদ্দীন আহমদ’।
বয়সভিত্তিক ‘ক’ ও ‘খ’ দুটি বিভাগে প্রতিযোগিতাটি হয়েছে। এরমধ্যে ‘ক’ বিভাগ থেকে ১৬ জন ও ‘খ’ বিভাগ থেকে ১৫ জনকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে ১০জনকে সেরা পাঠকের পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন, একুশে পদকপ্রাপ্ত লেখক মঈদুল হাসান, তাজউদ্দীন আহমদের মেয়ে শারমিন আহমদ, লেখক ও অধিকারকর্মী ফিরোজ আহমদ।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।