'বাল্যবিয়ের শিকার এই কিশোরীর এখন এক বছর বয়সী এক সন্তান আছে।'
Published : 19 Jul 2023, 09:55 PM
বাল্যবিয়ের ফলে নানা দুর্দশার শিকার হয় বাগেরহাটের এক কিশোরী। নানা ঘটনার মধ্য দিয়ে সে বিয়ের বিচ্ছেদও ঘটে।
ছোটবেলার সেই বিয়ের সীমাহীন দুর্ভোগ পোহানো শেষে এই কিশোরী আবারও পড়াশোনা শুরু করেছে, আবারও স্বপ্ন দেখছে নিজের জীবন নিয়ে।
বিয়ে, বিচ্ছেদ ও তার দুর্ভোগ নিয়ে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলে সে।
সে বলে, তার স্বামী তাকে ‘ব্ল্যাকমেইল’ করে বিয়ে করে। বিয়ের আগে তার স্বামী তাকে রাস্তাঘাটে উত্যক্ত ও যৌন হয়রানি করতেন। এক পর্যায়ে লোকটি তার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠান। বিয়ের প্রস্তাবে পরিবার রাজি না হলে ইন্টারনেটে কিশোরীর ছবি বিকৃত করে প্রকাশ করারও হুমকি দেওয়া হয়। শাসানো হয় তার বাবা ও ভাইকে।
এসবের এক পর্যায়ে মান সম্মানের দোহাই দিয়ে কিশোরীকে বিয়েতে রাজি করায় তার পরিবার।
সে বলছিল, বিয়ের সময় লোকটির পরিবার তাকে পড়াশোনার সুযোগ দেবে বলে জানায়। কিন্তু বিয়ের পর তারা পড়াশোনা বন্ধ করে দেয়। এই নিয়ে তার পরিবার কথা বললেও কোনো সুরাহা হয়নি।
বাল্যবিয়ের শিকার এই কিশোরীর এখন এক বছর বয়সী এক সন্তান আছে। সে বলে, গর্ভাবস্থায় নির্যাতনের শিকার হয়ে এক পর্যায়ে বাধ্য হয়ে পালিয়ে বাবার বাড়িতে চলে আসে সে।
এরপর থেকে সন্তান নিয়ে বাবার বাড়িতেই আছে সে। তার মা বলেন, মাসে সন্তানের ভরণপোষণের জন্য মাত্র পাঁচশত টাকা দেয় ছেলের পরিবার। এছাড়া আর কোনো ধরনের খোঁজখবর তারা নেয় না।
বাবার বাড়িতে থেকে পুনরায় পড়াশোনা শুরু করেছে সে। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করেছে ইতোমধ্যে। পড়াশোনা করে চিকিৎসক হতে চায় সে। তার বাবা বলেন, “মেয়েরে পড়ানোর ইচ্ছা আছে। মেয়ে যদি পড়ে আমি পড়াব।”
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট