'মূলত পরিবার চালাতে অর্থের অভাবেই সন্তানকে এভাবে অন্য বাড়িতে কাজে দিয়ে দিচ্ছে তার পরিবার।'
Published : 20 Aug 2023, 09:55 PM
বই হাতে স্কুলে যাওয়ার বয়সে অর্থের জন্য অন্যের বাসায় কাজ করে অনেক শিশু। অনেক সময় এই শিশুদের অনেক নির্যাতনও সহ্য করতে হয়।
আমি প্রায়ই পত্রিকার পাতায় শিশু গৃহকর্মীদের নির্যাতিত হওয়ার খবর দেখি।আমার বাসার কাছেই একটি বস্তি রয়েছে।
সেখানে আমি দেখেছি, সন্তান একটু বড় হলেই তাকে কোনো সচ্ছল পরিবারে কাজের জন্য দিয়ে দেওয়া হয়। মূলত পরিবার চালাতে অর্থের অভাবেই সন্তানকে এভাবে অন্য বাড়িতে কাজে দিয়ে দিচ্ছে তার পরিবার।
এইসব শিশু গৃহকর্মীদের খুব কম বেতন দেওয়া হয়। অনেক সময় তাদের ভাগ্যে ভালো খাবারও জোটে না। পরিশ্রমের তুলনায় খাবার কম গ্রহণ করায় তারা অপুষ্টিতে ভোগে।পরিবারের দারিদ্র্য না ঘুচলে এই সব শিশুদেরকে পড়াশোনা ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া কঠিন হয়ে যাবে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।