'তারা নারীদের উড়তে শেখার আগেই ডানা কেটে ফেলতে চান।'
Published : 18 Jul 2023, 07:51 PM
আমাদের দেশে অনেক পরিবারেই এখনো শুধুমাত্র মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে তারা ছেলেদের চেয়ে সুযোগ সুবিধা কম পায়।
আমার বড় ভাই যখন এখানে সেখানে ঘুরে বেড়াতে পারে, তখন আমি ইচ্ছে করলেই বাসা থেকে বের হতে পারি না। 'এটা করা যাবে না' বা 'ওটা করতে হবে' এই সব শুনতে হয় সারাক্ষণই। আমি বর্তমানে লেখাপড়া করছি বাগেরহাট সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে। এখানে আমার সহপাঠী সবাই মেয়ে। কথা বললে জানা যাবে তাদের অনেকের গল্পই আমার মতো।
আমাকে নিয়ে আমার বাবা মায়ের দুশ্চিন্তা যেন কাটেই না। আমার মনে প্রশ্ন জাগে, একজন ছেলে শিশু যদি স্বাধীন ভাবে চলার সুযোগ পায় তাহলে আমি কেন সেই সুযোগ পাব না? নারী হওয়াতে কি আমি সে অধিকার জন্মগত ভাবেই হারিয়ে ফেলেছি?
এছাড়া বেশির ভাগ মানুষ মনে করে একটু বড় হলেই মেয়েদের বিয়ে দিতে হয়। তাই তাদের লেখাপড়া করানোই বৃথা! অথচ নারীরা পাইলট, চিকিৎসক ও প্রকৌশলীসহ সব পেশায় কাজ করছেন। অনেক নারী সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশাকেও বেছে নিচ্ছেন।
আমাদের রাষ্ট্রের দিকে তাকালে আমরা দেখি আমাদের প্রধানমন্ত্রী, স্পিকার ও শিক্ষামন্ত্রীও নারী। তাহলে আমরা কোথায় পিছিয়ে আছি? আমাদের সমাজের মানুষ নারীদের বেশি স্বাধীনতা পছন্দ করেন না। তারা নারীদের উড়তে শেখার আগেই ডানা কেটে ফেলতে চান। সমাজের প্রতিটি জায়গায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। কিন্তু নারী স্বাধীনভাবে কাজের সুযোগ পেলে আরও বহু দূর এগিয়ে যেতে পারবে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।