আমার মতে, উপকূলীয় অঞ্চলের মানুষেরা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শিশুদের উপর জলবায়ু পরিবর্তন বেশি প্রভাব ফেলছে।
Published : 15 Oct 2023, 11:07 AM
আমি উপকূলীয় জেলা বাগেরহাটে বাস করি। আমার মতে, উপকূলীয় অঞ্চলের মানুষেরা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শিশুদের উপর জলবায়ু পরিবর্তন বেশি প্রভাব ফেলছে।
বর্তমান সময়ে দেখছি, জলবায়ুর পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙন, খড়া, অতিবৃষ্টি আর বজ্রপাতের ঘটনা বেড়েই চলছে। এসব কারণে আমার এলাকায় আগের মতো আর ফসল হয় না। খাল বিল বা নদীতেও কমেছে মাছের পরিমাণ।
ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে দরিদ্র পরিবারগুলো বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভাব বেড়ে যাওয়ার কারণে এসব পরিবারের শিশুরা শিশু শ্রমে যুক্ত হচ্ছে। মেয়ে শিশুর নিরাপত্তা ও ভরণপোষণ বহন করতে না পারায় তাদের বাল্যবিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে অনেক ক্ষেত্রে।
বলা বাহুল্য যে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নানা ভাবে উপকূলের শিশুদের ক্ষতিগ্রস্ত করছে। এই সমস্যা সমাধানে সরকার ও দায়িত্বশীল মহলের সজাগ দৃষ্টি প্রয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।