আমি তাকে বলি এটা তো বাল্যবিয়ে! তোমার তো এখনো বিয়ের বয়স হয় নাই!
Published : 23 Dec 2022, 08:05 PM
একদিন বন্ধুরা মিলে খোলা মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম। কথার মাঝে একজন জানাল, আমাদের একজন সহপাঠীর বিয়ে হয়ে গেছে।
সেই কথা শুনে কিছুক্ষণের জন্য আমরা সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বন্ধুরা মিলে তাকে নিয়ে আলোচনাও করি।
পরে একদিন আমি আমার ওই সহপাঠীর সঙ্গে দেখা করি। তাকে জিজ্ঞাসা করার আগেই আমাকে সে বলে, "আমার না বিয়া হয়ে গেছে।"
আমি তাকে বলি এটা তো বাল্যবিয়ে! তোমার তো এখনো বিয়ের বয়স হয় নাই! তখন সে আমাকে বলে, "আমার পরিবার থেকে জোর করে বিয়েটা দিয়ে দেয়।"
এরপর তাকে আমি জানাই, ১৮ বছর হওয়ার আগে কোনো মেয়ে বিয়ে করলে সেই মেয়েটা মৃত্যুর ঝুঁকিতেও পড়ে যেতে পারে। কিন্তু তার কথায় অসহায়ত্ব বোঝা যাচ্ছিল। সে বারবারই বলছিল, পারিবারিক সিদ্ধান্তের কথা। জবরদস্তির মুখে তাকে মেনে নিতে হয় এমন হীন সিদ্ধান্ত। চেষ্টা করেও সামাজিক এই ব্যাধি থেকে বাঁচতে পারেনি সে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: গাইবান্ধা।