কিছুদিন আগে আমার এক আত্মীয়ের বিয়ে হয়। সে নবম শ্রেণির শিক্ষার্থী। বিয়েটা গোপনে হয়। বিয়ের পর সে ঢাকায় চলে যায় স্বামীর সঙ্গে। এখন শুনছি, সে ঠিকমত পড়াশোনা করতে পারছে না।
Published : 21 Sep 2025, 07:27 PM
বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ন্যূনতম ১৮ বছর এবং ছেলের ২১ বছর হতে হবে। এর ব্যত্যয় ঘটলে দণ্ডের বিধান রয়েছে।
বাল্যবিয়ের নানা ক্ষতিকর দিক রয়েছে বলে আইনে এটি অপরাধ। তবুও গ্রাম থেকে শহরে কোথাও বাল্যবিয়ে পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না।
বাল্যবিয়ের ফলে ছেলে-মেয়ে উভয়েরই ক্ষতি হয়। তবে আমার দৃষ্টিতে মেয়েদের ভোগান্তি সবচেয়ে বেশি। অল্প বয়সে বিয়ের কারণে তাদের পড়াশোনা থেমে যায়, স্বপ্ন ভেঙে যায়। অনেক সময় সংসারে মানসিক চাপ এবং সহিংসতার শিকারও হতে হয়। সবচেয়ে ভয়ের ব্যাপার হল মৃত্যুঝুঁকিও তৈরি হয়।
কিছুদিন আগে আমার এক আত্মীয়ের বিয়ে হয়। সে নবম শ্রেণির শিক্ষার্থী। বিয়েটা গোপনে হয়। বিয়ের পর সে ঢাকায় চলে যায় স্বামীর সঙ্গে। এখন শুনছি, সে ঠিকমত পড়াশোনা করতে পারছে না।
বাল্যবিয়ের জন্য নানা কারণ দায়ী। কিন্তু এই ঘটনার জন্য আসলে কোন কারণ দায়ী তা জানি না।
আমি মনে করি, মেয়েদের এই বিপদের হাত থেকে রক্ষা করা জরুরি। এজন্য মেয়েদের শিক্ষা অধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া সচেতনতা বাড়াতে হবে যেন মেয়েরা আত্মবিশ্বাসী হয় এবং নিজেরাই বাল্যবিবাহ রুখে দিতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: টাঙ্গাইল।