আমার পড়া প্রথম তিন গোয়েন্দা বইয়ের নাম ছিল ‘কঙ্কাল দ্বীপ’।
Published : 19 Oct 2025, 06:57 PM
ছোটবেলা থেকে আমি বই পড়তে পছন্দ করি। স্কুলের পড়া শেষে সময় পেলেই বই নিয়ে বসতাম। সে সময় লেখক রকিব হাসানের তিন গোয়েন্দা সিরিজের বইগুলো আমার খুব প্রিয় ছিল।
আমার পড়া প্রথম তিন গোয়েন্দা বইয়ের নাম ছিল ‘কঙ্কাল দ্বীপ’। বইটি বড় ভাই আমাকে উপহার দেন। প্রথমত, বইটির প্রচ্ছদ আমাকে খুব আকৃষ্ট করেছিল। আর পড়া শুরু করার পর তো গল্পের মধ্যেই হারিয়ে যাই।
কিশোর, মুসা ও রবিন নামের তিন বন্ধু এক রহস্যময় দ্বীপে যায় গুপ্তধনের খোঁজে। কিশোরের বুদ্ধি, মুসার সাহস ও রবিনের তীক্ষ্ণ দৃষ্টিতে তারা রহস্য উদ্ঘাটন করে।
এরপর পড়েছিলাম ‘রূপালী মাকড়সা’। যেখানে তিন গোয়েন্দা এক আন্তর্জাতিক অপরাধীর পরিকল্পনা নস্যাৎ করে দেয়। তারা সূক্ষ্ম সূত্র ধরে অপরাধী ধরার নিখুঁত পরিকল্পনা তৈরি করে।
প্রথম বইটি পড়ার পর থেকেই আমি আরও বই পড়তে আগ্রহী হয়ে উঠি। কিছু বই কিনতাম, কিছু ধার নিতাম বন্ধুদের কাছ থেকে। এখন পর্যন্ত আমি মোট ৯টি বই পড়েছি।
তিন গোয়েন্দার মধ্যে আমার প্রিয় চরিত্র কিশোর। তার নেতৃত্ব আর আত্মবিশ্বাস আমাকে মুগ্ধ করে। অন্যদিকে মুসা আর রবিনের কাছ থেকেও আমি শিখেছি একতার গুরুত্ব।
আমার কাছে মনে হয়েছে, তিন গোয়েন্দা সিরিজ শুধু রহস্যের সমাধান দেয় না। একই সঙ্গে সাহস ও সততার পাঠও পাওয়া যায় এই বইগুলো থেকে।
তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান কিছুদিন আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আমি বিশ্বাস করি, তিনি এই সৃষ্টির মাধ্যমে বাংলা ভাষার কিশোর পাঠকদের হৃদয়ে থেকে যাবেন অনেকদিন।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিলেট।