তার মতে বাংলাদেশের উচ্চ শিক্ষায় প্রয়োগিক জ্ঞান শেখানো হয় কম।
Published : 08 Oct 2023, 01:43 AM
আমার চার জন বন্ধু আছে যারা বিদেশে পাড়ি দেওয়ার কথা ভাবছে। তাদের কেউ নিজ আগ্রহ থেকেই বিদেশ যেতে চাইছে। কেউ পরিবারের সিদ্ধান্তের কারণে যেতে চাইছে।
আমার এই চার বন্ধুই মাধ্যমিক পরীক্ষা পাশের পর পরই দেশের বাইরে পাড়ি দিতে চায়। তাদের মধ্যে একজন খুব ভালো রান্না করতে পারে। আমি তাকে বলেছিলাম, রান্নার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউটিউব চ্যানেলের মাধ্যমে উপার্জনের পথ খুঁজতে। কিন্তু এই বিষয়ে সে মোটেও আগ্রহী নয়।
অন্য এক বন্ধু মনে করে, বাংলাদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করে ভালো ক্যারিয়ার তৈরি করা যাবে না। তার মতে বাংলাদেশের উচ্চ শিক্ষায় প্রয়োগিক জ্ঞান শেখানো হয় কম।
পরিবারের চাপের কারণে বিদেশ যেতে চায় একজন। তাকে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করছে তার বাবা। মূলত পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্যই তার বাবা তাকে বিদেশ পাঠাতে চায়। যদিও তার মা চান তাকে একজন ব্যাংকার বানাতে।
বাকি আরেক বন্ধু আগে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখলেও এখন বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখছে। সে মনে করে ফুটবল খেলে বাংলাদেশে ভালো ভবিষ্যত তৈরির সুযোগ খুবই কম।
এই চার জনের দৃষ্টিভঙ্গি দেখে অনুমান করা যায় তাদের মতো আরও এরকম কারণেই অনেক শিক্ষার্থীই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর কথা ভাবছে। কোনো শিক্ষার্থী যখন দেশ ছেড়ে চলে যায়, তখন মূলত দেশের মেধা পাচারই ঘটছে।
আমরা সচেতন না হলে এই মেধা পাচার বন্ধ হবে না। শিক্ষার্থীদের কীভাবে দেশে থাকার বিষয়ে আগ্রহী করে তোলা যায় সে ব্যাপারে আমাদের ভাবতে হবে। আমাদের শিক্ষার মান বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: গাজীপুর।