Published: 2020-05-30 08:56:48.0 BdST Updated: 2020-05-30 12:27:09.0 BdST
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং সেভ দ্য চিলড্রেনের যৌথ সমীক্ষায় এ তথ্য প্রকাশ পায়।
কোভিড-১৯ এর ফলে বিশ্বজুড়ে প্রায় ৬৭২ মিলিয়ন শিশু দারিদ্র্যতার মুখোমুখি হবে। যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।
ভুক্তভোগী এই শিশুদের দুই-তৃতীয়াংশ আফ্রিকার সাব সাহারা অঞ্চল ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাসিন্দা।
ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর বলেন, "এই অবস্থায় পরিবারে অর্থ সংকটের জন্য শিশুরাও দারিদ্র্যতার শিকার হবে এবং প্রয়োজনীয় চাহিদা থেকে বঞ্চিত হবে।"
সেভ দ্য চিলড্রেনের প্রধান ইঙ্গার অ্যাশিং বলেন, "কোভিড-১৯ মহামারি চলাকালীন ক্ষুধা ও অপুষ্টি তাদের পুরো জীবন জুড়ে প্রভাবিত করবে।"
এই প্রভাব রোধ করে সামাজিক সুরক্ষার বিষয়গুলোকে আরো গুরুত্ব দিয়ে স্কুলগুলোতে শিশুদের খাবারের ব্যবস্থা দেশগুলোর সরকারের প্রতি আহবান জানিয়েছে ইউনিসেফ ও সেফ দ্য চিলড্রেন।
হীনমন্য এই আমাকে আত্মবিশ্বাসী করেছে হ্যালো
ছোটবেলায় আমি পড়াশোনায় খুব দুর্বল ছিলাম। বন্ধুরাও আমার সাথে তেমন একটা মিশতে চাইত না।
আতিকের অবাক সাইকেল (ভিডিওসহ)
বন্যা দুর্গত এলাকার মানুষের কথা চিন্তা করে ডুবে যাওয়া রাস্তাতেও চলাচলের জন্য নয় ফুট উঁচু সাইকেল বানিয়েছে টাঙ্গাইলের মির্জাপুরের বানিয়ারা গ্রামের সৈয়দ আতিক উল্লাহ।
চবির ‘সুমনা আর্ট গ্যালারি’ (ভিডিওসহ)
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গনে রয়েছে সাইদ ভাইয়ের চায়ের দোকান। যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আড্ডা-গল্প জমে ওঠে। সেই দোকানেই বাবাকে সাহায্য করে ফাহিমা আক্তার সুমনা নামের এক কিশোরী।