পথশিশুদের ৬৪ শতাংশই পরিবারে ফিরতে চায় না: জরিপ

শিশুদের ৭৯ শতাংশের বেশি স্বাধীনতা না থাকার কারণে পুনর্বাসন কেন্দ্রে থাকতে চায় না বলে জানায়।
পথশিশুদের ৬৪ শতাংশই পরিবারে ফিরতে চায় না: জরিপ

ঢাকা ও চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পথশিশুদের ৬৪ শতাংশই পরিবারে ফিরতে চায় না।

কারণ হিসেবে পারিবারিক অশান্তি এবং পরিবার গ্রহণ না করা ও জায়গা না থাকার বিষয়গুলো উঠে এসেছে এক জরিপে।

দেশের এসব শিশুদের প্রায় ৩৮ শতাংশই দারিদ্রের কারণে পথশিশু হওয়ার তথ্যও দিচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত এই জরিপ। এই সমীক্ষাটি পরিচালনায় সহায়তা করে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।

এতে অংশ নেওয়া শিশুদের ৭৯ শতাংশের বেশি স্বাধীনতা না থাকার কারণে পুনর্বাসন কেন্দ্রে থাকতে চায় না বলে জানায়।

দেশের মোট পথশিশুর ১৫ দশমিক ৪ শতাংশ বাবা-মা শহরে আসার কারণে এবং ১২ দশমিক ১ শতাংশ কাজের সন্ধানে বাড়ি ছেড়ে শহরে এসে পথেই ঠাঁই পেয়েছে।

জরিপে এসব পথশিশু আবার বাড়িতে ফিরতে চায় কিনা এমন প্রশ্নের উত্তরে ৬৪ শতাংশ বলেছেন, তারা আবার বাড়ি ফিরে যেতে চায় না। কেন বাড়ি ফিরতে চায় না এমন প্রশ্নের উত্তরে ৩৬ দশমিক ৩ শতাংশ পথশিশু বলেছে, পরিবারে শান্তি না থাকায় তারা বাড়ি ফিরতে চায় না।

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com